Tuesday, September 22, 2020

 

''গ্রীন আইটি'' একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। যাহা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট এবং ল্যান কম্পিউটার্স অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠানদ্বয়ের সমন্বয়ে পরিচালিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধীভুক্ত প্রতিষ্ঠান। ২০০৪ সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী (টুনিরহাটে) স্থানীয় ছাত্র-ছাত্রী এবং যুবসমাজকে কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করে ল্যান কম্পিউটার্স অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট।নানা চড়াই-উৎরাই শেষে ২০০৮ সালে এটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন পায়। অতপর ২০০৯ সালে জেলার ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়াও বিভিন্ন কারিগরি বিষয়ে জেলার ছাত্র-ছাত্রীসহ বেকার যুবক-যুবতীদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা প্রত্যয়ে যাত্রা শুরু হয়- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট-এর এবং একই সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। ২০১০ সালে প্রতিষ্ঠানদুটি একিভুত হয় ডিমলা ইন্সটিটিউশন প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে। যাহা বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের জয়েন্ট স্টক কোম্পানীজ এর মাধ্যমে রেজিস্টারভুক্ত হয়। রেজি নং- সি-৯৯১১৫। ডিমলা ইন্সটিটিউশন প্রাইভেট লিমিটেড এর নিজস্ব তত্ত্বাবধানে স্থাপিত হয় গ্রীণ ইনফরমেশন টেকনোলজি (গ্রীণ আইটি)। যাহা ল্যান কম্পিউটার্স অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট এর সমন্বয়ে পরিচালিত হয়। বর্তমানে গ্রীন আইটি-তে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড শিক্ষাক্রমের ১। কম্পিউটার অফিস এপ্লিকেশন, ২।  ডাটাবেস প্রোগ্রামিং, ৩। ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ৪। সেক্রেটারিয়াল সায়েন্স এবং ৫। অটোক্যাড কোর্সগুলি চালু আছে।